সোমবার, ডিসেম্বর ২২, ২০ ২৫
বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর ২০ ২৫
৪:৪৩ অপরাহ্ণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‌্যালি ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর জাহান এর সঞ্চালনায় এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ন্যাচারাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, ড. আরিফ অহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রফেসর ডা. রনজিত কুমার দে, প্রফেসর মো. হারুনুর রশীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন রেবেকা সুলতানা চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সুইটি খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, "এক সাগর রক্তের বিনিময়ে এবং অসামান্য ত্যাগের মাধ্যমে আমরা এই কাক্সিক্ষত স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা পেয়েছি। এই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মসহ আমাদের সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।" তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা সভায় হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. রনজিত কুমার দে তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, "মুক্তিযুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনা বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।" প্রফেসর মো. হারুনুর রশীদ তাঁর বক্তব্যে বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, বিজয়ের এই আনন্দ তখনই পূর্ণতা পাবে যখন আমরা ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে পারব। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ