৬:২০ অপরাহ্ণ
জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে হাফিজ মুস্তাফিজুর রহমান (রহ.) মেধাবৃত্তি পরীক্ষা স
সিলেটের জকিগঞ্জে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মরহুম হাফিজ মুস্তাফিজুর রহমান (রহ.)-এর স্মরণে আয়োজিত প্রথম মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো, বালাউট দারুল কোরআন মাদরাসা, গোলাম মোস্কাফা (জিএমসি) একাডেমি এবং চাইল্ড হোম একাডেমি।
এ পরীক্ষায় শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় ৫০ জন হল পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। পরীক্ষা ব্যবস্থাপনায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সুলতান আহমদ, মো. আব্দুল ওয়াহিদ ও শাহ মো. সাজিদ আহমদ। সার্বিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন শাহ মো. রহিম উদ্দিন ও শাহ মো. আবু তাহের। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ট্রাস্টের উপদেষ্টা ও ছাহেবজাদায়ে বালাউটি হাফিজ মাওলানা শাহ মো. ওলিউর রহমান, ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মো. মুনিবুর রহমান, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মো. মাশুকুর রহমান মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব আশিক আহমদ খান, হাফিজ মাওলানা মো. জসিম উদ্দিন, মাওলানা মাহবুবুর রহিম, মো. নজমুদ্দিন মুরাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকরা।
এ বিষয়ে আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মো. মুনিবুর রহমান বলেন, “মরহুম হাফিজ মুস্তাফিজুর রহমান (রহ.) ছিলেন একজন নীতিবান, আলোকিত ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তাঁর স্মরণে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।” পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে থাকা হাফিজ শাহ মো. নাজমুদ্দিন মুরাদ জানান, উত্তরপত্র মূল্যায়ন শেষে শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে।