বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
বিজ্ঞপ্তি
২৭ জানুয়ারী ২০ ২৩
৭:৩১ অপরাহ্ণ

এস ও এস শিশু পল্লী সিলেট’র বার্ষিক পিঠা উৎসব উদযাপন

এস ও এস শিশু পল্লী সিলেট এর বার্ষিক পিঠা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ওসমানী নগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস শিশু পল্লীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এন্ড এক্টিং ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, সিলেট সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার , প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ খুর্শেদা তাহমীন, রূপালী ব্যাংক লিমিটেড দয়ামীর শাখার ম্যানেজার মোঃ মহসিন কবীর, দি নিউ নেশনের সিলেট বুরোপ্রধান এস এ শফি, ওসমানী নগর প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল,সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, প্রবাসী সাংবাদিক সেবুল চৌধুরী।

এছাড়াও উৎসবে এস ও এস শিশু পল্লী সিলেট এর লোকাল সাপোর্ট কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ী উপস্থিত থেকে শিশুদের সাথে সুন্দর সময় কাটিয়েছেন এবং শিশুদের অনুপ্রাণিত করেছেন। এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানান এবং শত ব্যস্ততার মাঝেও শিশুদের সময় দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

পিঠা উৎসব উপলক্ষে শিশু এবং যুবাদের একটি মিলন মেলায় পরিনত হয় এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রাঙ্গন। পিঠা উৎসবের জন্য মজার মজার সব পিঠা শিশুরা তাদের মায়েদের সহযোগিতা নিয়ে তৈরি করেছে। এছাড়া উৎসব উপলক্ষে শিশুরা শিশু পল্লীর বটতলা সহ পুরো ভিলেজ তাদের তৈরি রংবেরঙের ঘুড়ি, ফুল ও পতাকা দিয়ে সাজিয়েছে।

শিশুরা সকলেই অনেক আনন্দ করেছে এবং তাদের কলকাক্লীতে চারিদিক মুখরিত হয়ে উঠেছিল। আমন্ত্রিত অতিথিবন্দ শিশুদের সান্নিধ্যে এসে কিছুক্ষণের জন্য নিজেরাও সবকিছু ভুলে তাদেরই একজন হয়ে গিয়েছিলেন এবং শিশুদের সাথে তাদের তৈরি পিঠাও খুব আনন্দের সাথে উপভোগ করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ