৮:১৪ অপরাহ্ণ

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রাণী দেব এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার ও আ.ন.ম সুফিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. কবির খান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সম্পাদক মো. মাসুক মিয়া। পরে বিকেল ২ টায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রাণী দেব এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার ও আ.ন.ম সুফিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ পরিচালক একে এম আব্দুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমান, শওকত হোসেন, আবুল খায়ের, আক্তারুজ্জামান, ফরিদা ইয়াসমিন, মুক্তা তালুকদার, সুপ্রভা সরকার, রফিকুন নাহার, নাসরিন আক্তার, তানজিমা জামান, বাদল চন্দ্র বর্মণ, বিপ্লব নন্দি, কাজল মালাকার প্রমুখ।