বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০ ২৪
বিজ্ঞপ্তি
১২ মার্চ ২০ ২১
৯:৫২ অপরাহ্ণ

সিলেট বৌদ্ধ বিহারে সদ্ধর্মদেশনা ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা

সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত, সিলেট বৌদ্ধ বিহারে সদ্ধর্মদেশনা বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সদ্ধর্মদেশনা ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা উদযাপিত হয়েছে। আজ ১২ মার্চ রোজ শুক্রবার সকালে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার ব্রাহ্মণশাসন বৌদ্ধ বিহারে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আলোচনাসভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মহালছড়ি, খাগড়াছড়ি শ্রীমৎ ইন্দাচারা মহাথেরো অধ্যক্ষ আর্যমিত্র বৌদ্ধ বিহার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, পরম পূজ্য বনভান্তের অন্যতম শিষ্য, বিচিত্র ধর্মকথিক, রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়াচর বুড়িঘাটস্থ পূর্বরাম বন বিহার'র অধ্যক্ষ শ্রীমৎ করুনানন্দ ভিক্ষু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা-খাগড়াছড়ি শ্রীমৎ উপান্ডিতা মহাথের, পানখাইয়াপাড়া -াগড়াছড়ি শ্রীমৎ পান্ডিতা মহাথের, মহালছড়ি-খাগড়াছড়ি শ্রীমৎ ইন্দাচিরিয়া ভিক্ষু, রাজবন বিহার-রাঙ্গামাটি শ্রীমৎ সর্বানন্দ ভিক্ষু, পুর্বারাম বন বিহার বুড়িঘাট নানিয়ারচর শ্রীমৎ রতœদীপ ভিক্ষু, রাজবন বিহার রাঙ্গামাটি পার্বত্য জেলা শ্রীমৎ চুলপ্রিয় ভিক্ষু, পুর্বারাম বন বিহার বুড়িঘাট নানিয়ারচর শ্রীমৎ রেবত ভিক্ষু, পুর্বারাম বন বিহার বুড়িঘাট নানিয়ারচর শ্রীমৎ প্রজ্ঞা স্মৃতি ভিক্ষু, সিলেট বৌদ্ধ বিহার, সিলেট শ্রীমৎ আনন্দ ভিক্ষু।

আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধের নীতি-আদর্শের প্রয়োগ ঘটানোর আহ্বান, সমাজ ও সুকর্মে অগ্রগতিতে ভিক্ষু সংঘ এবং গৃহসংঘকে একই সঙ্গে অগ্রসর হতে হবে। সমাজ গঠনে সচেতনতার সঙ্গে আমাদের জীবনে বাস্তবতার সহিত বুদ্ধের নীতি আদর্শের প্রয়োগ ঘটাতে হবে। মার্মা, চাকমা, ও বড়ুয়াদের একতাবদ্ধভাবে বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে উন্নত সামাজ গঠনে অবদান রাখতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ