১:৫১ অপরাহ্ণ
বিয়ানীবাজারে জনকল্যাণ সমিতি ফেনগ্রামের নতুন কমিটি ঘোষণা
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের জনকল্যাণ সমিতি ফেনগ্রামের ২০২৫–২৭ সেশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় ফেনগ্রাম চন্দগ্রাম বাগন সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে সমিতির নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত সাধারণ সভায় নবায়নকৃত সকল সদস্যের ভোটের মাধ্যমে সর্বোচ্চ মতামতের ভিত্তিতে আব্দুল বারী কয়েছ সভাপতি এবং বদরুল হোসেন তুহিন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।
এর ধারাবাহিকতায় শুক্রবার ২৬ সেপ্টেম্বর বাদ জুমা ফেনগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আবদুল কুদ্দুস সভাপতিত্ব করেন এবং যৌথ সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার সাদ উদ্দিন সোনা ও সুলেমান আহমদ মাসুম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সহ-সভাপতি ছালেহ আহমদ, মিজানুর রহমান, বদরুল হোসেন তুহিন, সহ- সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধক্ষ্য নাইমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার সম্পাদক সাইদুর রহমান, শিক্ষা সম্পাদক তারেক আহমদ, সহ-শিক্ষা সম্পাদক ইব্রাহিম, ধর্ম ও সমাজসেবা সম্পাদক আব্দুদ দাইয়ান, সহ-ধর্ম ও সমাজসেবা সম্পাদক আবু তাহের, ক্রীড়া সম্পাদক রুহিন ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক আদনান হাবিব নাদিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসতিয়াক হোসেন রাহাত