শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
এসএ ডিউক ভূঁইয়া, তিতাস::
২৩ জানুয়ারী ২০ ২১
৪:৫০ অপরাহ্ণ

তিতাসের বৈদ্যারকান্দিতে মাদক প্রতিরোধে কাবাডি খেলা ও শীতবস্ত্র বিতরণ

এসএ ডিউক ভূঁইয়া, তিতাস:: কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দিতে মাদকের ভয়াবহতা প্রতিরোধে কাবাডি খেলা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২২ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দি মধ্যপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আবুল হাসেম এর বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো. সামসুল হক সরকার।

স্থানীয় সমাজ সেবক মো. নুরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. কামাল হোসেন ফকির, উত্তর আকালিয়ার মাওলান মেম্বার,বৈদ্যারকান্দির সেলিনা মেম্বার, আবদুল হক মেম্বার, মো. মিজান ড্রাইভার, বীরমুক্তিযোদ্ধা ডাক্তার মো. হোসেন খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মো.খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. স্বপন মিয়া, তুহিন আহমেদ, শাকিব খান শুভ, কামাল আহমেদ, রাজিব সরকার ও মো. বাদল প্রমুখ।

বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বৈদ্যারকান্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. আবুল হাসেম, মোস্তাক বেপারী,সুলতান আহমেদ,  মো.সাধন মিয়া, মো. তারা মিয়া, রেনু মিয়া, আবদুল মালেক ও দানু মিয়া। নাট্যকার, অভিনেতা ও সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া'র ধারাবর্ণনায় কাবাডি খেলায় অংশ গ্রহন করেন, মো. হুমায়ুন আহমেদ গ্রুপ বনাম ইব্রাহিম খলিল গ্রুপ।

আর এ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন হুমায়ুন আহমেদ,আক্তার হোসেন, সাইজুদ্দিন, জহিরুল ইসলাম ও আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে বৈদ্যারকান্দি জাগ্রত তরুণ সমাজকল্যাণ সেবা সংঘের পক্ষ থেকে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ