৪:২২ অপরাহ্ণ

তিতাসে গরিব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদের কাপড় বিতরণ
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদের কাপড় বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মজিদপুর ইউনিয়নের ৪০০শতজন গরিব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদের কাপড় বিতরণ করেন মজিদপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার।
এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি এক ঘোষণার মাধ্যমে দলীয় নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দেয়েছিলেন যে, বড় ধরনের ইফতার মাহফিল না করে সাধ্যনুযায়ী গরিব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদেরকে আর্থিক ভাবে সাহায্য- সহায়তা প্রদান করার জন্য। তাঁরই ঘোষণা অনুযায়ী পবিত্র মাহে রমজানের প্রথম থেকেই পুরো মাসব্যাপী ৯ নং মজিদপুর ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রীসহ আর্থিক সহায়তা প্রদান করে আসছি।পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য আজকেও ৪০০ শতজন গরিব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থসহ ঈদের কাপড় বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.রিপন সরকার,ওমান প্রবাসী মতিন মাষ্টার, সৌদি প্রবাসী অহিদুল্লাহ,আলাউদ্দিন,গিয়াস উদ্দিন,লিটন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।