রবিবার, মে ৫, ২০ ২৪
ফারুক আহমেদ,ধর্মপাশা::
২৫ এপ্রিল ২০ ২৪
৭:৪৩ অপরাহ্ণ

ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চুরান্ত বাছাইয়ে ১৭জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন (পুরুষ-৫ ও মহিলা-১), ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পাঁচজন মোট ১৭জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ২১ এপ্রিল ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল ২৩ এপ্রিল সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম ওইসব প্রার্থীদের মনোনয়নপত্র চুরান্ত বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

স্থানীয় ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়সীমা ছিল ২১ এপ্রিল।

ওইদিন পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা হলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস আর হায়দার চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী ও কুয়েত প্রবাসী মো. বাশার তালুকদার।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা হলেন, মোঃ দেনিয়ার হোসেন খান পাঠান, শাহ মোঃ আলী আকবর, মোঃ ফেরদৌসুর রহমান, এ এইচ এম ওয়াসিম, সাদ্দাম হোসেন, বিজয় হোসেন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, ইয়াসমিন, অনামিকা আক্তার, মোছাঃ পিয়ারা আক্তার, রেশমা আক্তার, মর্জিনা আক্তার।

এছাড়াও জানা যায়, এই উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলিতানা দিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতির লিখিত আবেদনপত্র গত ১৯এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন এর কাছে জমা দেন।

বিগত ২০২২ সালের ৫জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো একমাত্র নারী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে তিনি বিজয় লাভ করেন।

ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোট ১৭জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তবে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসারের (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর) মাধ্যমে ওইসব প্রার্থীদের মনোনয়নপত্র চুরান্ত বাছাইয়ে বৈধতার মেইল আমি পেয়েছি। কারও মনোনয়নপত্র বাদ পড়েনি।

২৩ এপ্রিল ছিলো মনোনয়নপত্র চুরান্তভাবে বাছাইয়ের শেষ দিন। চলতি বছরের ২১মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ