সোমবার, অক্টোবর ১৩, ২০ ২৫
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৬ অক্টোবর ২০ ২৫
৭:২১ অপরাহ্ণ

কমলগঞ্জে ব'জ্র'পাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃ.'ত্যু !

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্র'পা'তে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানে ম'র্মা'ন্তিক মৃ'ত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান।

সোমবার (৬অক্টোবর) বিকালে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে মোকাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর সাথে বজ্রপাত হচ্ছিল, এসময় বজলুর রহমান গরুর জন্য কৃষি জমিতে ঘাস কাটতে গেছেন,তখন কোনো একসময় তিনি মা'রা যান। ইউপি সদস্য আবু আব্দুল্লা বলেন,পরিবারের সদস্যরা জানান দুপুরে ফজলুর রহমান উনার ধানি জমিতে গেছেন।

পরে খোঁজাখুজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে উনার লাশ পরে থাকতে দেখা যায়। পরে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসে। মৃত্যুটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। সম্ভবত বজ্রপাতে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তিনি। কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, মৃত্যুর বিষয়টি শুনে আমি রওয়ানা হয়েছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে আমি এখনও নিশ্চিত না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ