শুক্রবার, নভেম্বর ৭, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
৪ নভেম্বর ২০ ২৫
৯:৫২ অপরাহ্ণ

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
‎ ‎কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, সিলেট-এর তত্ত্বাবধানে এবং এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎ ‎এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সুদূরদর্শী পরামর্শ ও উদ্যোগে কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা আধুনিক ও কার্যকর পদ্ধতিতে বীজ সংরক্ষণে সক্ষম হবে, যা পরবর্তী মৌসুমে উচ্চ অঙ্কুরোদ্গম হার, রোগমুক্ত চারা উৎপাদন এবং সামগ্রিক ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। ‎ ‎মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মাঝে ১০০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন উন্নতমানের বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়। ‎ ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, সিলেট-এর বৈজ্ঞানিক কর্মকর্তা (এলএসটিডি প্রকল্প) মোসা: আবিদা সুলতানা এবং সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলে মঞ্জুর ভূঁইয়া। ‎ ‎বৈজ্ঞানিক কর্মকর্তা মোসা: আবিদা সুলতানা কৃষকদের উদ্দেশ্যে বলেন, “উন্নত প্রযুক্তি সরাসরি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধি সম্ভব।" ‎ ‎এছাড়াও তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, বীজ সংরক্ষণ পদ্ধতি, কীট ও রোগ ব্যবস্থাপনা, এবং টেকসই কৃষি অনুশীলনের বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তাঁর দিকনির্দেশনা কৃষকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে এবং তারা নতুন প্রযুক্তি গ্রহণে অনুপ্রাণিত হন। ‎ ‎উপকারভোগী কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন খিজির আহমদ, সাইদুর রহমান, ফয়েজ আহমদ, আব্দুল জলিল, রোমানা বেগম, দুদু মিয়া, জাবেদ আহমদ, জাফরুল ইসলামসহ আরও অনেকে। কৃষকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং ব্রি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। ‎ ‎ ‎
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ