৮:১৭ অপরাহ্ণ
লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শি'শু'দের ফ্রি খৎ'না
লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে চা বাগানের অসহায় পরিবারের ১০জন শি'শু'কে সুন্নতি ইব্রাহিম খ'ৎনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ৬নং ওয়ার্ড সংলঘ্ন মালনিছড়া চা বাগানের চিতলমাটির পঞ্চায়েত কমিটির সভাপতির বাসভবনে এই সুন্নতি খৎ'নার আয়োজন করা হয়। খৎ'না শেষে শিশুদের মা-বাবার হাতে ফ্রি ঔষধপত্র প্রদান করা হয়।
খৎনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক ডাক্তার হিসেবে খ্যাত ডা. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডা. মুতাসিম, সুদৃষ্টি সামাজিক সংগঠন সিলেট মহানগরের সভাপতি নজির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আর.সি (এইচ.কিউ) লায়ন মনসুর আলম চৌধুরী, পাস প্রেসিডেন্ট লায়ন রোজিনা আক্তার শিপা, সেক্রেটারী লায়ন কার্তিক পাল, কোষাধ্যক্ষ লায়ন মাহফুজ আহমদ, সদস্য রুনা লায়লা, লায়ন সেলিনা আক্তার লুনা, লায়ন মেহেদী হাসান, লায়ন ফয়সল আহমদ, লায়ন আব্দুর রহমান, সমাজসেবক দুলাল রেজা।
এছাড়াও চিতলমাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, লায়ন্স ক্লাব সমাজের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের খৎনা আয়োজনটি আমাদের সেবামূলক কার্যক্রমের একটি অংশ।
শিশুদের জন্য এই ধরনের আয়োজন তাদের শারীরিক ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলে। তারা আরো বলেন, শিশুদের খৎনা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং স্বাস্থ্যগত প্রক্রিয়া।
আমরা চাই সমাজের প্রত্যেকটি শিশু নিরাপদ ও সুস্থভাবে এই মৌলিক রীতি পালন করতে পারে। আমাদের ক্লাব এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি