শুক্রবার, নভেম্বর ৭, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
৬ নভেম্বর ২০ ২৫
৫:৫৮ অপরাহ্ণ

আমি ঘরে ঘরে যাব, মানুষের পাশে থাকব: এম এ মালিক

আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো বৈষম্য বা রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমি ঘরে ঘরে যাব, মানুষের পাশে থাকব।

৬ নভেম্বর (বৃহস্পতিবার) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিপ টিউবওয়েল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো বৈষম্য বা রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমি ঘরে ঘরে যাব, মানুষের পাশে থাকব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, “প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আহমদপুরে উপস্থিত থাকতে পেরেছি। এই আহমদপুর আমার নানার বাড়ি, আমার ছোটবেলা এখানেই কেটেছে। তাই এই এলাকা আমার দ্বিতীয় বাড়ী।” তিনি আরও বলেন, “এখানকার মানুষদের সঙ্গে আমার সম্পর্ক শৈশব থেকেই গভীর। আমার মা ও ভাইয়ের কবরও এই এলাকার মাটিতে।

তাই এই জায়গার উন্নয়ন আমার নিজের দায়িত্ব মনে করি।” এম এ মালিক জানান, শিক্ষা খাতে উন্নয়নের জন্য তিনি সম্প্রতি শিক্ষাসচিবকে নিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছেন। এর মধ্যে নবারুন বিদ্যালয়ে ইতিমধ্যে আড়াই কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে এবং নতুন বিল্ডিং, ওয়াল নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “গত ১৫–১৬ বছরে এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। স্কুল, কলেজ, স্টেডিয়াম, এমনকি মেয়েদের জন্য আলাদা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও নেই। বিএনপি ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এবং যুব সমাজের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া আমাকে দেশ ও মানুষের সেবা করার নির্দেশ দিয়েছিলেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা রক্ষা করব ইনশাআল্লাহ।” তিনি দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “” এদিন তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে ২৭টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হচ্ছে—আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালাবাজার মসজিদ, শিববাড়ি মন্দিরসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে। তিনি আরও বলেন, “এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ, সরকারি কোনো অর্থায়ন নয়। আল্লাহর নামে ও মানবসেবার ব্রত হিসেবে আমি এই উদ্যোগ নিয়েছি।” এম এ মালিকের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘আনোয়ার ট্রাস্ট’-এর সহযোগিতায় ইতিমধ্যে প্রায় ৭০–৮০টি টিউবওয়েল, কয়েকটি এতিমখানা এবং প্রায় ৩০০টি গৃহ নির্মাণ প্রকল্প সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠান শেষে এম এ মালিক আনুষ্ঠানিকভাবে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করেন এবং পর্যায়ক্রমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের অন্যান্য এলাকায়ও একই উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা দেন। আরও উপস্থিত ছিলেন আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ ওসমানি, বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক এবং মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, মহানগর বিএনপির সদস্য এনু আহমেদ, দক্ষিণ সুরমা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহআলম, দাতা সদস্য খন্দকার মাহর হোসেন , সভাপতি শেখ এমরান হোসেন মুনু, সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমদ, PTA কমিটির সদস্য মোখতার হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক, PTA কমিটির সদস্য জাহেদ হোসেন, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, দক্ষিণ সুরমা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মুহিবুর রহমান মুহিন ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ