সোমবার, অক্টোবর ১৩, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
৮ জুলাই ২০ ২৫
১০ :৩১ অপরাহ্ণ

দু'দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ
কবি লায়লা রাগিবের ৩৯ মৃ'.ত্যু বার্ষিকী আজ

"ঠোঁটের ভাষায় কবিতা লিখুন" আন্দোলনের স্বপ্নদ্রষ্টা,সিলেট লেখিকা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিতা পত্রিকা কবি সংলাপের সম্পাদিকা কবি লায়লা রাগিবের ৩৯ তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার।

১৯৮৬ সালের ৯ জুলাই সত্তর দশকের এই আধুনিক কবি মাত্র ত্রিশ বছর বয়সে অকালে মৃত্যু বরন করেন। কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের এক সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে কবির মৃত্যু বার্ষিকীতে পরিবারের উদ্যোগে আজ বুধবার বাদ আসর নগরের কাজিরবাজারে কবির কবর জেয়ারত, দোয়া মাহফিল, শিরনী বিতরণ।

এদিকে,কবি লায়লা রাগিব স্মৃতি সংসদ ও সিলেট লেখিকা সংঘের যৌথ উদ্যোগে স্মরণ সভা আগামী ১২ জুলাই শনিবার সন্ধ্যে সাতটায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস'র সাহিত্য আসর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ কবি কালাম আজাদ এবং মূখ্য আলোচক হিসেবে অধ্যাপক নন্দলাল শর্মা উপস্থিত থাকবেন। এতে সিলেটের কবি-সাহিত্যিকগণসহ সকলের উপস্থিতির জন্যে কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের সভাপতি বেলাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাউসার চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী ও সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ