সোমবার, ডিসেম্বর ২২, ২০ ২৫
বিজ্ঞপ্তি
১৯ ডিসেম্বর ২০ ২৫
২:৩১ অপরাহ্ণ

আইডিয়ার ৩২তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট এ্যাফেয়ার্স (আইডিয়া) গত ১৭ ডিসেম্বর গর্ব, আনন্দ ও সাফল্যের সঙ্গে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। “শুভ জন্মদিন আইডিয়া” এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।।
প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আয়োজনের পূর্বে আইডিয়া মাল্টিপারপাস হলরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিয়ার সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহ। আইডিয়ার নির্বাহী পরিচালক ও সদস্য সচিব নজমুল হকের সঞ্চালনায় সভায় আইডিয়ার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা সংগঠনের চলমান কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। সভার এক পর্যায়ে নির্ভাহী পরিচালক নজমুল হক বিগত এক বছরের বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন। এতে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন ও ক্ষমতায়ন খাতে আইডিয়ার বাস্তবায়িত কর্মসূচিসমূহের সারসংক্ষেপ তুলে ধরা হয়।।
একই সঙ্গে আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় এবং তা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল সদস্য ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সাধারণ সভা শেষে আনন্দঘন পরিবেশে আইডিয়ার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এ সময় আইডিয়ার নির্বাহী কমিটির সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সবাই একসঙ্গে নৈশভোজে অংশ নেন।
উল্লেখ্য, আইডিয়া ১৯৯৩ সাল থেকে সিলেট বিভাগসহ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি দেশি   বিদেশি দাতা সংস্থা ও সরকারের সহযোগী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন ও ক্ষমতায়ন খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  আইডিয়া তার কার্যক্রমের শুরু থেকেই নারীবান্ধব উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে  এবং বৈষম্যহীন ও সমতা ন্যায্য্যতা ভিত্তিক  সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ