সোমবার, জানুয়ারী ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২১ জানুয়ারী ২০ ২৬
৭:৫৩ অপরাহ্ণ

দলীয় জোটের সিদ্ধান্ত:
মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী সরালো জামায়াত: লড়াই হবে ৬ জনের মধ্যে

আগামী ১২ ফ্রেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গত মঙ্গলবার বিকাল সাড়ে চার টার পর তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুক মিয়া।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব দুই উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে তিনি যাননি।

প্রার্থী হিসেবে তিনি অত্যান্ত যোগ্য এবং ভোটের মাঠে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পড়েছিল। কিন্তু ১০ দলীয় জোটের ঐক্যের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দলের সার্থে তিনি নিজেকে কোরবানি দিয়েছেন। যদিও নেতাকর্মীরা এতে ব্যথিত হয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মোট নয় জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। বৈধ প্রার্থীরা ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ। স্বতন্ত্র প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত শেখ নূরে আলম হামিদী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জোটের স্বার্থে কেন্দ্রের নির্দেশে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ভোটের মাঠে রইলেন বাকী ছয় প্রার্থী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ