৯:২৮ অপরাহ্ণ

আলবাব সভাপতি, ওমর সম্পাদক
তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৯ মে, শুক্রবার, বাদ জুমুআ নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ। কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাবেক সহ সভাপতি শেখ শফি উদ্দিন, এমসি কলেজ তালামীযের সাবেক সভাপতি শুয়াইব আহমদ, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, এমসি কলেজ তালামীযের সাবেক সহ সভাপতি নাবেদ হুসাইন, শামছুল ইসলাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল লতিফ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আলবাব হোসেনকে সভাপতি, আব্দুল্লাহ ওমরকে সাধারণ সম্পাদক ও দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অনান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি আব্দুল হক, সাইফুর রহমান, রুহেল আহমদ, ওয়ালীউল্লাহ নোমান, সহ-সাধারণ সম্পাদক শাকিব আহমদ শিহাব, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, মাশহুদ আহমদ, ছালিম আহমদ, প্রচার সম্পাদক মো. আসির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শিহাব উদ্দিন, সায়েম মিয়া, শুয়াইবুর রহমান আদিল, অর্থ সম্পাদক আবু সাইদ ইব্রাহিম, অফিস সম্পাদক আবু সালেহ মামুন, সহ-অফিস সম্পাদক সাইদুল ইসলাম মামুন, আব্দুল্লাহ আল মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক শাহেদুর রহমান নাবিল, সহ-প্রশিক্ষণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, রায়হান আহমদ, সাইফুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কাওছার আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাব্বির আল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আখলাক হোসাইন ফরহাদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান রিয়াদ, হাফিজুর রহমান কামরান, সদস্য- তানভীর আহমদ, রুমান, খায়রুল ইসলাম আবিদ, আকবর হোসেন, নুমান আহমদ, সুহেল আহমদ, মহসিন মিয়া ও আলি আহমদ।