মঙ্গলবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৪
ডেস্ক নিউজ::
৮ জুন ২০ ২৪
৫:৫৭ অপরাহ্ণ

ঘরের বাইরে মুল গেইটে তালা দেওয়ার অভিযোগ, থানায় সাধারণ ডায়রি দায়ের

সিলেটের কোম্পানীঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আশিক (৭৩) এর বাসার বাইরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন ভোক্তভোগি।

আশিক মিয়া জানান, আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম বর্তমানে রিটায়ার্ড হঅয়ে দেশে চলে আসি।

আমার সন্তানদের পড়াশোনার সুবিধার্থে আমার স্ত্রী সন্তান সহ সিলেট শহরে বসবাস করি। কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দেওতে আমার নিজস্ব বাড়িতে ভাড়াটি হিসেবে ৪টি পরিবার থাকেন।

গত ০৬/০৬/২০২৪ খ্রিঃ তারিখে রাতে অজ্ঞাতনামা কে বা কাহা উক্ত বিল্ডিংয়ের গেইটে বাহির থেকে তালা দিয়া রাখে।

বিষয়টি ভাড়াটিয়াগণ আমাকে জানালে লোকজনের সহায়তায় উক্ত তালা ভেঙ্গে ঘরে ডুকি।

এমতাবস্থায় আমি ও আমার পরিবার আতঙ্কিত অবস্থায় আছি। উক্ত বিষয়টি ও আমার ভবিষ্যত নিরাপত্তার জন্য সাধারণ ডায়রী করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ