৭:৫৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বড় পর্দায় জাতীয় ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণ দেখার ব্যবস্থা করা হয়।
পরে স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণি সম্পদ মেলা হয়। মেলায় ৩২টি স্টল বসে। এসব স্টলে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারিরা তাদের বিভিন্ন জাতের প্রাণি প্রদর্শন করেন।
প্রদর্শনী মেলা উদ্বোধন করেন এবং উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপ-সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি জামাল মিয়া তালুকদার, আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। পরে সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ গ্রহণকারী সফল খামারিদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।