বুধবার, অক্টোবর ২২, ২০ ২৫
বিজ্ঞপ্তি
২১ অক্টোবর ২০ ২৫
৭:১৫ অপরাহ্ণ

সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে মেডিকেয়ার এবং ডিসান হাসপাতালের মতবিনিময়

সিলেট সহ বাংলাদেশী রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ভারতের কলকাতায় অবস্থিত ডিসান হাসপাতাল বিশ্বমানের এবং অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সাশ্রয়ী মুল্যে প্রদানের জন্য সিলেট মেডিকেয়ারের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সিলেটের রোগী, রোগীর স্বজন এবং স্থানীয় হেলথকেয়ার ফেসিলেটর এবং স্বাস্থ্য সেবা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে ডিসান হাসপাতাল এবং সিলেট মেডিকেয়ারের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মঈন রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডেসান হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের ব্যবস্থাপক শেখ গিয়াস উদ্দিন। এসময় তিনি ডেসান হাসপাতালের বিভিন্ন বিভাগের স্পেশিয়ালিটির পরিচয় এবং সিলেট তথা বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার বিভিন্ন তথা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

এসময় তিনি হাসপাতালের পরিচিতি তুলে ধরে বলেন ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার ডিসান মোড়, কসবা গোলপার্ক, ই এম বাইপাস, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় অবস্থিত ডিসান হাসপাতাল ১০ তলা বিল্ডিং-এর ২৫০,০০০ স্কয়ার মিটার জায়গার ভিতর ৭৫০টি শয্যা, ২০টি ওটি, ৮টি বিশেষ ইনস্টিটিউট এবং ৫১টি বিভাগ নিয়ে চিকিৎসা সেবা দিয়ে উৎকর্ষতার অন্যন্য উদাহরন ইতিমধ্যে স্থাপন করেছে। সভায় বক্তারা বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা ভারত এবং অন্যান্য বিভিন্ন দেশে মেডিক্যাল ভিসা প্রসেসসহ উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন। পাশাপাশি স্থানীয় ডাক্তারদের সাথে বিদেশের ডাক্তারদের মধ্যে সিএমই আয়োজন করে অবদান রাখায় সিলেট মেডিকেয়ারের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এই মতবিনিময় সভাটি বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের হাসপাতালের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বের-ই প্রতিফলন। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য অধিকতর সাশ্রয়ী মুল্যে বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার চৌধুরী নূর তামাম, কো-ফাউন্ডার শাহরিয়ার মুমিত জনি, কো-ফাউন্ডার আব্দুল করিম জোনাক, সাইফ, সোহাগ আহমদ, মইনুল হক, ফরহাদ আহমদ, আব্দুল মজিদ, মুখতার উদ্দিন, হিফজুর রহমান খান, ফখরুল ইসলাম মিয়া, জাকির হোসেন, সৈয়দ আব্দুল্লাহ, মো: সাজিদুল বারী সাজিদ, মোশাররফ হোসেন প্রমুখ। দেশের বাহিরে যারা উন্নত চিকিৎসা নিতে চান সিলেট মেডিকেয়ার টিমের সাথে ০১৮৯৩-৮৯১২১২ ও ০১৭১৫-০২৯০১৮ নাম্বারে এবং সরাসরি সিলেট নগরীর রংমহল টাওয়ারের ২য় তলাস্থ অফিসে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ