১১:০ ০ অপরাহ্ণ
মুসলিমাবাদ মাদরাসায় দু'আ মাহফিল
ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের অধীনে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত হওয়ায় বিশেষ দু'আ মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) সকাল ১১টায় মাদরাসা কনফারেন্স হলে অত্র মাদরাসার দাতা সদস্যদের অন্যতম মির্জা আব্দুল ওয়াহিদ লিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।
মাদরাসার হিফজ বিভাগের প্রবাসী দাতা সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ মাহফিল সঞ্চালনায় ছিলেন তরুন শিক্ষানুরাগী শেখ জুয়েল রানা ও মারুফ আলম তালুকদার মিজু।
মাহফিলের প্রধান সমন্বয়কারী উত্তর সুজননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, মোকামবাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, দ্যা এইডেড স্কুলের শিক্ষক মাওলানা শেখ আব্দুল মুকিত।
মাহফিলে বক্তব্য রাখেন হিফজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ ফাতির আহমদ, জেনারেল শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র শিক্ষক মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, প্রবাসী দাতা সদস্যদের পক্ষ থেকে মির্জা আব্দুল হক জালালাবাদী।
সভায় উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড বালাগঞ্জের সেক্রেটারি হাফিজ জহি উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য মাওলানা শেখ আব্দুল করিম, মির্জা আবু নাসের এম রাহেল, মাদরাসার শিক্ষক হাফিজ মির্জা কমর উদ্দিন, হাফিজ আব্দুল গফুর, মাওলানা আব্দুল লতিফ, মশিউর রহমান, মো. ফয়জুল্লাহ, মাওলানা রওশন বেগ, মাওলানা মাহফুজ আহমদ। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি মকদ্দছ আলী, শেখ মুক্তার আলী, মহি উদ্দিন তালুকদার লেচু, সৈয়দ ছাদ্দেক আহমদ, মির্জা তুরন মিয়া, সৈয়দ জালাল উদ্দীন, রফাই মিয়া তালুকদার, সৈয়দ মুরাদ আহমদ, মির্জা খছরু, হাবিবুর রহমান শাফিক তালুকদার, শেখ সিরাজ, হাফিজ আব্দুল মালিক, শেখ লেবু মিয়া, মির্জা সিরাজ, শেখ রিয়াজ উদ্দিন, গোলাম মস্তফা, হাফিজ জইন উদ্দিন, হাফিজ মিসবাহ, হাফিজ জুবেল আহমদ প্রমুখ।