রবিবার, ডিসেম্বর ২১, ২০ ২৫
ছাতক প্রতিনিধি::
১৬ অক্টোবর ২০ ২৪
৫:২৪ অপরাহ্ণ

জাহিদপুরে যুবলীগ নেতা আবু খালেদ ও তাঁর পিতার ওপর হামলা, এলাকাজুড়ে তীব্র আতঙ্ক

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামে যুবলীগ নেতা আবু খালেদ ও তাঁর পিতা আবুল কাশেমের ওপর বিএনপি-সমর্থিত এক বৈরী গ্রুপের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত ১৫ অক্টোবর ২০২৪, সকাল ১০টা-এর দিকে এই হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকে এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিবেদিত নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে অতর্কিত হামলা বৃদ্ধি পেয়েছে। ৫ আগস্ট ২০২৪ সরকারের পতনের পর বিএনপি-সমর্থক হামলাকারীরা নিয়মিতভাবে আবু খালেদের পরিবারকে হুমকি প্রদান ও বিভিন্ন নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে টার্গেট করে আসছে।

এর আগে, ১৩ সেপ্টেম্বর ২০২৪, আবু খালেদের চাচাতো ভাই ও ছাত্রলীগ কর্মী মো: আব্দুল হাফিজ-এর ওপর আকস্মিক সশস্ত্র হামলা চালানো হয়েছিল। যদিও হাফিজ সেই হামলা থেকে প্রাণে রক্ষা পান, পরিবারটি তখন থেকেই তীব্র আতঙ্কে বসবাস করছে। একই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর ২০২৪, পুনরায় আবু খালেদ ও তাঁর পিতার ওপর হামলা চালানো হলে তারা গুরুতর আহত হন।

তাঁদেরকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, বিএনপি নেতা সাদিকের নেতৃত্বে সংগঠিত হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে এই আক্রমণ পরিচালনা করে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, এবং জাহিদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন। এদিকে, আবু খালেদের পরিবার বর্তমানে গভীর নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ