সোমবার, ডিসেম্বর ২২, ২০ ২৫
বিজ্ঞপ্তি
১৭ ডিসেম্বর ২০ ২৫
৫:৫৬ অপরাহ্ণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি ও পার্কভিউ মেডিকেল কলেজের মধ্যে সমঝোতা স্মারক সম্পন্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নর্থ ইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স হলে উভয় পক্ষের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্মারকে নর্থ ইস্ট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেছেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল ও ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আরিফ আহমদ এবং পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেছেন অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তমাল কান্তি কৈরি ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাকির আহমদ শাহিন, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রব প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্টার নূর জাহান কাকলী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীর, স্মারক কমিটির কনভেনর সহকারী অধ্যাপক মাছুমা আক্তার তামান্না, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ ও ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. আমীর হোসেন। দেশের উত্তর-পূর্বাঞ্চলের স্বনামধন্য এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সম্পন্ন হওয়ায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের গবেষণা ও ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

স্মারকের মর্মানুযায়ী এদুটি প্রতিষ্ঠান যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সেমিনার ও কর্মশালার আয়োজন করবে।

এছাড়া উভয় প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থীরা যৌথভাবে সামঞ্জস্যগত একাডেমিক কার্যক্রম বিশেষত অত্যাধুনিক প্রযুক্তির কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিখন পদ্ধতি, গবেষণা, প্রকাশনা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করবেন। শিক্ষা প্রতিষ্ঠান দুটির গবেষণাগার উভয় পক্ষ পূর্বানুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ