৭:২০ অপরাহ্ণ
নগরীর জলাবদ্ধতা, যানজটসহ সকল অব্যবস্থাপনা দূর করার প্রত্যয়
সিলেট মহানগরীর জলাবদ্ধতা, যানজটসহ সকল অব্যবস্থাপনা দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ। এসব সমস্যা সমাধানে গণমানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাজ করবেন বলেও জানান তারা। বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর এনসিপির আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সিলেট মহানগর কমিটির আহবায়ক হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এজন্য সিলেটের সন্তান, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিলেট -১ আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশাম হক এবং কেন্দ্রীয় মূখ্য সংগঠক সারজিস আলম তাকে যোগ্য বিবেচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে নবগঠিত কমিটির সকল সহযোদ্ধাকে আন্তরিক অভিনন্দন জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহমান আফজাল জানান, তাদের লক্ষ্য ও অঙ্গীকার হচ্ছে সিলেট মহানগরীতে একটি সুশৃঙ্খল, জনবান্ধব, গণতান্ত্রিক ও নীতিনিষ্ঠ রাজনৈতিক সংগঠন গড়ে তোলা। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের মাধ্যম, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার নয়। প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার ভিত্তিতে জনগণের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করা হয়।
অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতেই রাজনৈতিক পথচলা। একটি নতুন, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী রাজনৈতিক ধারার জন্য জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে সিলেট মহানগরের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান জানানো হয়।