২:৫৭ অপরাহ্ণ

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দু'র্ধ'র্ষ চু'রি
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দু'র্ধ'র্ষ চু'রি'র ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দু'র্বৃ'ত্তরা বাড়ির একটি কক্ষের তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
পরিবারিক সূত্রে জানা যায়, বাড়ির মালিক প্রবাসে আছেন, তাঁর স্ত্রী বোনের বিয়ের কারণে বাপের বাড়িতে ছিলেন। এর মধ্যেই ফাঁকা বাড়ির সুযোগ নেয় চোরচক্র। এদিকে বাড়ির কর্তা সম্প্রতি মৃত্যুবরণ করায় পরিবারটি আগে থেকেই শো'কে মুহ্যমান ছিল।
ভুক্তভোগী রাহেল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বাবা মারা যাওয়ার মাত্র এক সপ্তাহ হয়নি, এর মধ্যেই ভাইয়ের ঘরে তালা ভেঙে চুরি হয়েছে।” স্থানীয়রা জানান, সম্প্রতি কালিগঞ্জ বাজার ও আশপাশে একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনো কোনো চোরচক্র শনাক্ত হয়নি। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।