সোমবার, অক্টোবর ১৩, ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৮ অক্টোবর ২০ ২৫
৭:৩২ অপরাহ্ণ

দেড় বছর পর ইজারায় ফিরল ভোলাগঞ্জ পর্যটন নৌকাঘাট

সিলেট কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের নৌকাঘাট ও গাড়ি পার্কিং এরিয়া অবশেষে ইজারায় ফিরেছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকায় আগামী ৬ মাসের জন্য ঘাট পরিচালনার দায়িত্ব পেয়েছেন লিলু মিয়া।

দীর্ঘ দেড় বছর ধরে ঘাটটি ইজারা ছাড়া থাকায় খাস কালেকশনের মাধ্যমে চলছিলো। অবশেষে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নৌকার মাঝিমাল্লা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নতুন করে ঘাট চালু হওয়ায় পর্যটকদের ভিড় বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে অনেক গণমাধ্যমে সাদা পাথর ইজারা হয়েছে বলে প্রকাশ করে। মূলত ৬ মাসের জন্য ভোলাগঞ্জ দশ নম্বর নৌকাঘাট থেকে সাদা পাথর পর্যটন ঘাট ও ভোলাগঞ্জ দশ নম্বর গাড়ি পার্কিং এলাকা ইজারা প্রদান করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ অক্টোবর ইজারাদারকে নৌকাঘাটের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ