৬:২৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রায় ৫ শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন সহ বিভিন্ন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মহসিন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, কৃষি অফিসের কর্মকর্তা রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, নিজেদের বসত বাড়ির আঙ্গিনায় ও মাঠে বেশি বেশি করে শাক-সবজি আবাদ করতে হবে। এতে নিজ পরিবারের চাহিদা মিটিয়ে হাট-বাজারে অবশিষ্ট সবজি বিক্রি করে আর্থিক লাভবান হওয়া যাবে। যারফলে হাট-বাজারে শাক-সবজির মূল্যও স্বাভাবিক থাকবে।
তা না হলে বাজারে সবজির মূল্য বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হবে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, বর্তমানে জগন্নাথপুর উপজেলাজুড়ে ব্যাপকহারে শাক-সবজি আবাদ হচ্ছে। প্রান্তিক কৃষকরাও সবজি আবাদে এগিয়ে আসছেন এবং সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করছে।