শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
জগন্নাথপুর প্রতিনিধি::
২২ সেপ্টেম্বর ২০ ২২
১০ :৪৩ অপরাহ্ণ

জগন্নাথপুরে সামাজিক সম্প্রীতি ও দুর্গাপূজার প্রস্তুতিসভা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভা, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা, ভেঙে যাওয়া কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ নিয়ে মতবিনিময় সভা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পৃথক সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম।

পৃথক সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, শিক্ষক ফয়জুল হক, ব্যবসায়ী বিদ্যুৎ রায় প্রমূখ।

এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা আজমল হোসেন জামী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ