শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
বিজ্ঞপ্তি
২৪ নভেম্বর ২০ ২২
৯:৪০ অপরাহ্ণ

জগন্নাথপুরে পাঁচ অসহায় পরিবারের ঘর নির্মান করে দিয়েছে আইডিয়া

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ৫টি অসহায় পরিবারকে রঙ্গীন ঢেউটিনের মাধ্যমে ৫টি ঘর নির্মাণ করে দিয়েছে উন্নয়ন সংস্থা আইডিয়া ।

ঘর প্রাপ্তরা হলেন অসহায় বিধবা শচি রানী দাশ, কানন রায়, রেনু রানী কৈবর্ত, গীতা রানী দাস এবং একজন অসহায় বয়স্ক পুরুষ মো. আব্দুল কাতির। উল্লেখ্য বিগত জুন মাসে সংগঠিত আগাম বন্যায় তাদের ঘরগুলো সম্পুর্নরুপে ক্ষতিগ্রস্থ হয়ে যওয়ায় তারা গৃহহীন হয়ে পড়েছিলেন।

এরকম আরও অনেক ক্ষতিগ্রস্থ পরিবার রয়েছে পরবর্তীতে তহবিল সহায়তা প্রাপ্তি সাপেক্ষে আইডিয়া’র বাসস্থান নির্মাণের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই বাসস্থানগুলো নির্মাণে মোট খরচ হয়েছে তিন লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা। যার মধ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অনুদান দিয়েছে তিন লক্ষ টাকা এবং অবশিষ্ট পয়তাল্লিশ হাজার টাকা আইডিয়া তার নিজস্ব তহবিল থেকে অনুদান হিসাবে দিয়েছে।। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ