বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
ডেস্ক নিউজ ::
১৩ এপ্রিল ২০ ২১
১:৪১ পূর্বাহ্ণ

১৪৯ পরিবারে আব্দুল ওয়াহিদ ফাউন্ডেশন’র খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান

করোনার কঠিন সময়ে গত বছরের ন্যায় এবারো ১৪৯ টি পরিবারের মধ্যে আব্দুল ওয়াহিদ ফাউন্ডেশন’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সিলেট নগরীর রাজারগলিস্থ আব্দুল ওয়াহিদ ফাউনেন্ডশনের কার্যালয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়।

১৪৯ টি পরিবারের মধ্যে ৮০ টি অসহায় ও দরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি করে পিয়াজ, ডাল, আলু, ১ লিটার তেল, ১কেজি করে খেজুর, চানা, আটা, চিনি ও পরিমাণ মতো লবন, আদা, রসুন, সেমাই, দুধ, সাবান উপহার হিসেবে প্রদান করা হয় । এছাড়াও আরো ৬৪ পরিবারকে নগদ অর্থ উপহার ও ৫ টি মধ্যবিত্ত পরিবারকে ১ বস্তা চাল, পাঁচ লিটার তেল, পাঁচ কেজি করে ডাল, চানা, পিয়াজসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উপহার প্রদান করা হয়।

এ ব্যাপারে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আমরা আমাদের সাধ্যমতো খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আর আমাদের এ কাজ অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর পূর্বে করোনাকালিন সময়ে গত বছরের ১২ মে থেকে ৩ দফায় ২৪৬টি পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন আব্দুল ওয়াহিদ ফাউন্ডেশন।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ