শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
ডেস্ক নিউজ ::
২৪ ফেব্রুয়ারী ২০ ২১
১২:৪৬ পূর্বাহ্ণ

মাতৃভাষা দিবস উপলক্ষে আছিরগঞ্জ গণপাঠাগারে চিত্রাংকন প্রতিযোগিতা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারের উদ্যোগে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ। একুশ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের মফস্বল ইনচার্জ এনামুল কবীর, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য ও রায়গড় দাখিল মাদ্রাসার সুপারিন্টেড মাওলানা আব্দুর রউফ, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সালেহ আহমদ, উত্তর বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ, আছিরগঞ্জ গণপাঠাগারের সদস্য ও ব্যবসায়ী এনাম উদ্দিন, সদস্য জাহিদ হোসেন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন, আলীম উদ্দিন, আব্দুস সামাদ, জহিরুল ইসলাম, স্বপন আহমদ, মাওলানা আব্দুল বাসিত আল হাসান প্রমুখ। এর আগে সকাল ১১টার দিকে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদমিনারে আছিরগঞ্জ গণপাঠাগারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দুপুরের সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। এরপর যথাক্রমে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান। সবশেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আছিরগঞ্জ গণপাঠাগারের অর্থবিষয়ক সম্পাদক, আবু সালেহ ইউসুফ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ