শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৭ মার্চ ২০ ২৪
১১:২১ পূর্বাহ্ণ

জালালপুরে শিক্ষাবিদ মাস্টার আব্দুর রউফের ইন্তেকাল

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর মোল্লাবাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মো. আব্দুর রউফ (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

তিনি শনিবার দুপুর আড়াইটার সময় নিজ বাড়িতে তিনি মারা যান। মাস্টার রউফ দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার রাত সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ৩ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরীবনেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন।

সর্বশেষ ১৯৯৭ সালে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। তাঁর সন্তানেরা সকলেই দেশ বিদেশে স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্টিত। বিশিষ্ট শিক্ষাবিদ মো. আব্দুর রউফের মৃত্যুতে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ