সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
বিজ্ঞপ্তি:
২৩ মার্চ ২০ ২৫
১০ :২৬ অপরাহ্ণ

সিলেট কে এফ সি ফুটবল একাডেমী আয়োজিত ১ম মিডবার ফুটবল টুর্নামেন্ট

গত শুক্রবার নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্টিত হয়ে গেল সিলেট কে এফ সি ফুটবল একাডেমী কতৃক আয়োজিত ১ম মিডবার ফুটবল টুর্নামেন্ট।

একাডেমীর ৬০ জন খেলোয়াড়দের নিয়ে ৬ দলের অংশগ্রহণে অনুষ্টিত হয় টুর্নামেন্টটি। ফাইনালে কৃষ্ণের নেতৃতে থাকা কে এফ সি এভেঞ্জারস ৫-৩ গোলে অমি নাথ এর কে এফ সি টাইগারস কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ গ্যাস ফিল্ড এর ইঞ্জিনিয়ার এবং সিলেট কে এফ সি ফুটবল একাডেমীর উপদেষ্টা তোফায়েল আহমেদ সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা মাছুম আহমদ। আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার এবং একাডেমির সভাপতি ওয়াহিদুর রহমান আবুল, সাধারণ সম্পাদক শাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক জসিম সিরাজী, ক্রীড়া সম্পাদক অমি নাথ, অর্থ সম্পাদক মনু মিয়া, প্রচার সম্পাদক কৃষ্ণ গোপাল রায় এবং অন্যান্য সদস্যবৃন্দ।

তোফায়েল আহমেদ সোহাগ এর সৌজন্যে একাডেমীর খেলোয়াড়দের জন্য জার্সি প্রদান করা হয়।

প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে, নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এবং সুস্থ সুন্দর শরীর নির্মানে ফুটবল খেলার উপকারিতার দিকে আলোকপাত করেন।

প্রধান অতিথির প্রবাস জীবনে পদার্পণ এর জন্য একাডেমীর পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহাগ এর হাতে সম্মাননা স্বারক তোলে দেন।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ