শুক্রবার, জুলাই ১৮, ২০ ২৫
বালাগঞ্জ প্রতিনিধি::
১০ সেপ্টেম্বর ২০ ২৪
১১:১৪ পূর্বাহ্ণ

বালাগঞ্জে সাবেক আওয়ামী যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট

সিলেটের বালাগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও গ্রীস আওয়ামী লীগ নেতা রুবেল আহমদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ৯ই সেপ্টেম্বর পূর্ব গৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট চক গ্রামের বাসিন্দা ও সাবেক যুবলীগ নেতা রুবেল আহমেদের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট করেছে বলে জানা গেছে।

বালাগঞ্জ উপজেলা জামাত-ই- ইসলাম নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি রুবেলের পরিবারের।

এ ঘটনায় সাবেক যুবলীগ নেতা ও গ্রীস আওয়ামী লীগ নেতা রুবেল আহমদের মা হাছিনা বেগম অভিযোগ করার জন্য থানায় গেলে মামলা আমলে নেয়নি বালাগঞ্জ থানা পুলিশ।

হাছিনা বেগম সাংবাদিকদের বলেন, দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের নাম ধরে অহেতুক অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমার ছেলে সাবেক যুবলীগ নেতা রুবেল আহমদকে হত্যার হুমকি দিতে থাকে।

এসময় রুবেলের ছোটবোন সিমলা বেগম প্রতিবাদ করলে দুর্বৃত্তরা ক্ষীপ্ত হয়ে তার উপরও হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ছেচা জখম হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে, তাদের রক্ষা করার জন্য প্রতিবেশী পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় এবং নগদ টাকা স্বর্ণলঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।

ধারনা করা হচ্ছে, হামলার মূল কারণ- সাবেক যুবলীগ নেতা রুবেল আহমদ প্রায় ১ যুগ ধরে পূর্ব গৌরীপুর ইউনিয়নে রাজনীতি করে এসেছিলেন এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রবাস থেকে জনমত তৈরী করে আসছিলেন।

গত ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক চেয়ারম্যান রাজনীতিতে সক্রিয় হন এবং ভিন্নমতের মানুষদের সাথে জুলুম নির্যাতন শুরু করেন। সাবেক যুবলীগ নেতা রুবেল আহমদের জনপ্রিয়তায় ক্ষিপ্তহয়ে দুর্বৃত্তদের নিয়ে তাদের বাড়িতে হামলা-ভাংচুর করেন।

এতে তাদের পরিবারের মহিলারাও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু তাদের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করলে প্রতিবাদের জেরে দুর্বৃত্তরা তার বাড়িতেও হামলা চালিয়েছে। স্থানীয় ওসমানীগঞ্জ বাজারের ব্যবসায়ী রুবেল আহমদের ছোট ভাই সাহেল আহমদ বলেন, আমাদের বাড়িতে হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক।

যেকোন সময় আরও বড় ধরণের অঘটন ঘটাতে পারেন। তিনি, তার ভাই রুবেল ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, এদের হামলার ভয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া। তাছাড়া আমার ব্যবসার বিরাট ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, আমি ঘটনা সম্পর্কে জেনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেবো।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ