বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
জকিগঞ্জ প্রতিনিধি::
১১ মে ২০ ২৫
৮:০ ৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ নি'ষি'দ্ধে জকিগঞ্জে জামায়াতে ইস'লা'মির বিজয় মি'ছি'ল

জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জকিগঞ্জে বিজয় মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামি।

রোববার (১১ মে) বাদ আসর জামায়াতের উদ্যোগে জকিগঞ্জ পৌর শহরে আয়োজিত এ বিজয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম.এ. হক চত্বরে পথসভায় মিলিত হয়।

মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী ছাত্রশিবির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি সরোয়ার হোসেন, যুব বিভাগের উপজেলা সভাপতি আবিদুর রহমান এবং ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি নাজীর আহমদ আফজল।

বক্তারা বলেন,"জুলাই গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি এবং ৫ মে হেফাজতের নেতাকর্মীদের নির্মম হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী। এসব ঘটনার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।"

তারা আরও বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে।

ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিবাদ ও চাঁদাবাজির রাজনীতি চালাতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।" পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ