বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
শাবিপ্রবি প্রতিনিধি::
১৮ মে ২০ ২৫
৩:৪৫ অপরাহ্ণ

সিলেটে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চা প্রদর্শনী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো চা প্রদর্শনী-২৫ এর আয়োজন করা হচ্ছে। রবিবার ১৮মে দুপুর ১টায় সংবাদ সম্মেলনে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেন।

প্রদর্শনীর আয়োজন করেছে শাবিপ্রবির চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং ঢাকাস্থ চীনা দূতাবাস। আয়োজকরা জানান, এটি সিলেটে প্রথমবারের মতো এমন আয়োজন।

আয়োজকদের মতে, বাংলাদেশ এবং চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদার করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

আগামী ২০ মে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচতলায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এতে চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকরা অংশ নেবেন। চীনের সাত সদস্যের একটি প্রতিনিধি দলও প্রদর্শনীতে অংশ নেবে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শাওপেং এবং বিশিষ্ট শিল্পপতি ও মালনীছড়া চা বাগানের মালিক ড. সৈয়দ রাগীব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব তাহসীন আহমেদ চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাওলানা খায়রুল হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চাইনিজ কর্নারের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহাবুল হক। অনুষ্ঠানে বৈশ্বিক চা বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কৌশল, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন শাবিপ্রবির এফইটি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, এসএ টিভির বিজনেস ডেস্ক সম্পাদক জনাব সালাউদ্দিন বাবলু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। ‘ভোট অব থ্যাংকস’ প্রদান করবেন চাইনিজ কর্নারের সদস্য ও শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান।

স্বাগত বক্তব্য রাখবেন শাবিপ্রবির পিএসএস বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান এবং এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দল ও সিলেটের চা বাগান কমিউনিটির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, চীনা ভাষার অঙ্কন ও ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং চীনের নিজস্ব প্রক্রিয়ায় চা তৈরির ব্যবস্থাপনা থাকবে।

প্রদর্শনীর অংশ হিসেবে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। প্রদর্শনী উপলক্ষে একটি বিশেষ বই প্রকাশিত হবে। এতে সর্বমোট ২০টি বুথ থাকবে যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ