শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
১১ সেপ্টেম্বর ২০ ২২
২:০ ৪ পূর্বাহ্ণ

চলাচলের অনুপযোগী বড়গাওয়ের অন্তত ২৫টি পরিবারের রাস্তা

নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বড়গাও-গাজির মোকাম এলাকায় সুন্দর মিয়ার দোখান হতে জুলফু মিয়ার বাড়ির সামন পর্যন্ত প্রায় ১০০ হাত রাস্তাটির বেহাল দশা, দেখার জেন কেউ নেই। বর্ষার মৌসুমে ও বর্তমান ভাদ্র-আশ্বিন মাসে বৃষ্টি হয়ে বিভিন্ন জায়গায় খানা খন্দের সৃষ্ট হয়েছে।

রাস্তাটি বর্তমানে ইটসলিং করা জরুরি হয়ে পরেছে। অত্র রাস্তা দিয়ে এলাকার প্রায় ২০/২৫টি পরিবারের লোকজন ও প্রতিটি পরিবারের স্কুল-কলেজ-মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রী যাতায়াত করে। প্রায় ১০-১২ বৎসর পুর্বে নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসার কর্তৃক রাস্তার পানি নিস্কাশনের জন্য একটি কালবার্ট নির্মান করা হলে এরপর আর আর কারো নজড়ে পড়েনি রাস্তাটি।

এছাড়া স্থানীয়দের উদ্যেগে বিভিন্ন সময় মাটি কাটা-বালু বর্তি বস্তা দিয়ে রাস্তাটি মেরামত করা হয় কিন্তু তার পর ও বর্তমানে ও বর্ষার মৌসুমে রাস্তাটি যেমন-তেমন হয়ে যায়। ইউনিয়ন বা উপজেলা থেকে রাস্তাটি সংস্কারের জন্য কোন ধরনের কাজ করা হয়নি। বর্তমানে উক্ত রাস্তটির অবস্তা খুবই নাজুক।

গাড়ি যাওয়া তো দূরের কথা হাটাচলা করাই অসম্ভব হয়ে পড়েছে। সর্বপরি উক্ত এলাকাায় বসবাসরত পরিবার থেকে শুরু করে ছাত্র-চাত্রীরা মারাত্বক বেকায়দায় পরেছে। এমতাবস্তায় রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কার করার জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ