৭:৪১ অপরাহ্ণ

জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহার মানুষের ভালবাসায় সিক্ত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান ও যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি জননেতা এমএ কাহার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।
২২ অক্টোবর বুধবার দিনব্যাপী জগন্নাথপুর বাজার ও ভবেরবাজার এলাকায় পথসভা ও গণসংযোগ করেন এমপি প্রার্থী এমএ কাহার। এ সময় কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি। সভায় এমপি প্রার্থী এমএ কাহার বলেন, সিলেটের ১৯ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে ঢাকায় গুলশানের কার্যালয়ে মতবিনিময় করেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় কাউকেই দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। শুধু দলের জন্য কাজ করতে কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে। সুতরাং কারো ভূয়া কোন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি আমার রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সহ সকল অবস্থান বিবেচনা করেন, তা হলে আমার বিশ্বাস আমাকেই দলীয়ভাবে মনোনীত করবে বলে আমি আশাবাদী। তাছাড়া জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষে আমাকে এমপি পদে দেখতে চান। তাই মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে এবং কাঙ্খিত উন্নয়ন সততার সাথে নিশ্চিত করতে আমি প্রার্থী হয়েছি। বাকিটা নির্ভর করছে দল ও মানুষের হাতে।