সোমবার, মে ৬, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
২২ এপ্রিল ২০ ২০
৭:৩৯ অপরাহ্ণ

করোনা সংকটের মধ্যেই প্রথম সামরিক উপগ্রহ নুর-১, পাঠালো ইরান

প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইরান। করোনা ভাইরাসের কারণে যখন দেশটি বিপর্যস্ত ঠিক তখনই এই সামরিক উপগ্রহের সফল উৎক্ষেপণকে বড় সাফল্য হিসেবে মনে করছে দেশটি। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই উপগ্রহটি উৎক্ষেপণ করে।
প্রথম সামরিক উপগ্রহের নাম রাখা হয়েছে নুর-১। নুর শব্দের অর্থ আলো। দেশটির মধ্যাঞ্চলীয় দাস্ত-ই কাভির মরুভূমি থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে নিজের কক্ষপথে স্থাপিত হয়েছে। একে কক্ষপথ পর্যন্ত বহন করেছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেদ রকেট।
সামরিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে সামরিকিকরনের পথে গিয়ে গেল ইরান।
এর আগে, ২০০৯ সালে প্রথম উমিদ বা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ইরান। দেশীয় বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে নিজেরাই এটি তৈরি করে ছিলেন সেটা। এরপর ২০১০ সালে ইরান মানুষ বহনোপযোগী মহাকাশযানও পাঠায়। কাভেশগার বা অভিযাত্রী-৩ নামের রকেট এ মহাকাশযানকে বহন করেছিল। এ ছাড়া, ২০১৫ সালে ফজর বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। এটি নিয়মিত স্পষ্ট ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ