রবিবার, মে ৫, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২০ এপ্রিল ২০ ২২
৩:৫০ পূর্বাহ্ণ

বিজ্ঞানভিত্তিক ও তথ্য নির্ভর কৃষিপ্রতিবেদন উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞগণ
খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (এসজিডি) অর্জনে এবং কৃষি উদ্ভাবনকে কার্যকরভাবে ব্যবহারে প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রমাণ-ভিত্তিক কৃষি সংবাদ প্রচারেসিলেট বিভাগের গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেফার্মিংফিউচার বাংলাদেশ (এফএফবি) এপ্রিল ১৯,২০২২, সিলেটের নিরভানা ইন হোটেলেএকটি প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করে।এই অনুষ্ঠানে সিলেট বিভাগের মোট ২৭ টি সংবাদমাধ্যমের৩০ জনেরও বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। "কৃষি বিষয়ক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি"শিরোনামের অনুষ্ঠানটিতেকৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন যেমন- কৃষিতেজীবপ্রযুক্তিব্যাবহার,খাদ্যনিরাপত্তা,জলবায়ুপরিবর্তনেরপ্রভাব,উদ্ভাবনীপ্রযুক্তিরসম্ভাবনা,কৃষিপ্রযুক্তিরউপরবিজ্ঞানভিত্তিকপ্রতিবেদনতৈরিতেগণমাধ্যমকর্মীদেরভূমিকানিয়েআলোচনাকরাহয়।এইঅনুষ্ঠানেরবিভিন্ন সেশনে জীবপ্রযুক্তি, বায়োসেফটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে আলোচনা হয়। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী এই প্রশিক্ষন কার্যক্রমে উপস্থিত ছিলেনযারাবিভিন্নসেশনে প্যানেলিস্ট হিসাবে উপস্থিত থেকেঅংশগ্রহণকারীদের সাথে কৃষিতে জীবপ্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, জিনোম সম্পাদনা, বিজ্ঞান-ভিত্তিক উদ্ভাবন এবং কৃষিশিক্ষার অন্যান্য দিক সম্পর্কে তাদেরকেঅবহিতকরেন। প্রশিক্ষণটি কৃষিতে জীবপ্রযুক্তির ব্যবহার, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে প্রথিতযশা সাংবাদিক ও বিজ্ঞানীদের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় করার সুযোগ তৈরি করে দেয়। ফলে অংশগ্রহনকারীদের সাথে বিশেষজ্ঞদের একটি আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে, যার ফলস্বরূপ আলোচ্য বিষয়ে অংশগ্রহনকারী সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন। ফার্মিংফিউচার বাংলাদেশএরসিইওএবংনির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসেনপ্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী বক্তৃতায় বলেন, "গণমাধ্যম এবং সাংবাদিকগণ আধুনিক কৃষি-প্রযুক্তি ও উদ্ভাবনের তথ্য প্রচার এবং সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং পরিপূরক ভূমিকা পালন করে। গণমাধ্যম, গণযোগাযোগকর্মী,এবংসাংবাদিকএইসবারমধ্যেএকটিসেতুবন্ধনতৈরিকরাযেতেপারে,এরমাধ্যমেআধুনিক কৃষি প্রযুক্তিরব্যবহারএবংপ্রসারনিশ্চিতকরাসম্ভব।’’ তিনি আরো বলেন,"বিজ্ঞানভিত্তিক-তথ্য নির্ভর প্রতিবেদনকৃষক এবং ভোক্তাদের জন্য উপকারী হতে পারে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে, এবং গবেষণা ও উদ্ভাবনের জন্য সক্ষম পরিবেশ উন্নত করতে আমাদের সবার একসঙ্গে কাজ করা উচিত।’’ ড. মোঃ তোফাজ্জল ইসলাম, ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিএসএমএমইউ-এর অধ্যাপক ও পরিচালক, কৃষি উন্নয়নের আলোকে সঠিক বৈজ্ঞানিক তথ্য এবং ষড়যন্ত্রের তত্ত্ব এড়ানোর উপর জোর দেন। তিনি বলেন,"জীবপ্রযুক্তি’র অনেক সম্ভাবনা রয়েছে, এবং এই সংক্রান্ত গবেষণা এবং উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগ করা উচিত, যাতে আমরা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নিজস্ব সক্ষমতার বিকাশ করতে পারি’’। “সাংবাদিকরা কৃষির অগ্রগতি সম্পর্কে সঠিক তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং দায়িত্বশীল রিপোর্টিং একটি নিত্যদিনের কাজের মধ্যে পড়ে, অভ্যাসে পরিণত করতে হবে। সাথেবস্তুনিষ্ঠসংবাদপরিবেষণেআরোসতর্কএবংযত্নবানহতেহবে। গণমাধ্যমকেকৃষি’র উত্তোরতরউদ্ভাবনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।’’,বলেনঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক, জনাব রিয়াজ আহমেদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)এর সিনিয়র কমিউনিকেশন অফিসার এম. আব্দুল মমিন প্রশিক্ষণ সেশনে পুষ্টি সমৃদ্ধ ধানের গুরুত্ব তুলে ধরেন।তিনিবলেন,আধুনিক জিবপ্রজুক্তি ফসলকে তার পুষ্টির মান অক্ষুণ্নরেখেমানুষেরপুষ্টিমানউন্নয়নকরতেসয়াহকভূমিকাপালনকরে। তিনি আরও বলেন,‘ফিলিপাইনের পর গোল্ডেন রাইসের বাণিজ্যিক মুক্তি বাংলাদেশের জন্য ভিটামিন ‘এ’-এর অভাব পূরণে আশার কারণ হতে পারে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা বিনিয়ময় করেন এবং মফস্বল সাংবাদিকতার নানান সমস্যা তুলে ধরেন। তারা তথ্য-ভিত্তিক প্রতিবেদনের তৈরি করারপ্রয়োজনীয়তাউপর আলোচনা করেন এবং তাদেরপ্রতিবেদনগুলো আরো তথ্য- নির্ভর করবেন বলে প্রত্যয় ব্যক্তকরেন। ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) সামাজিক যোগাযোগ ও সহযোগিতা উন্নয়েনে নিবেদিতএকটিপ্রতিষ্ঠান যার মূল লক্ষ্য বাংলাদেশে টেকসই খাদ্য সুরক্ষা নিশ্চিতকরনে কৃষিখাতে বিভিন্ন আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ওব্যবহার সহজলভ্য করা যার মধ্যে শস্য উৎপাদনে জীবপ্রযুক্তির ব্যবহার অন্যতম। বাংলাদেশ ভিত্তিক এই প্রতিষ্ঠানটিবিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, যুক্তরাষ্টের অ্যালায়েন্সফর সায়েন্স, কর্ণেলবিশ্ববিদ্যালয়, মিশিগানস্টেটবিশ্ববিদ্যালয়ের সাথে একযোগেকাজ করছে। এফএফবি বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিদের কৃষিখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করছে, যারা সমন্বিতভাবে খাদ্য নিরাপত্তা, পরিবেশের স্থিতিশীলতা ও জীবনমান উন্নয়নে বিজ্ঞানের উদ্ভাবনকে কাজে লাগাতেজনসচেতনতা বৃদ্ধিতেচেষ্টা করে যাচ্ছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ