শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
বিজ্ঞপ্তি
৩ জুলাই ২০ ২২
৪:০ ৩ অপরাহ্ণ

দাউদপুরে বন্যার্তদের মধ্যে জালালাবাদ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

দক্ষিণ সুরমার দাউদপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠান গতকাল ২ জুলাই শনিবার দুপুরে ইলাইগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা। দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, জালালাবাদ এসোসিয়েশনের ডিভিশন্যাল কো অডিনেটর ও জালালাবাদ সদস্য রোটরিয়ান তাহমিনা আহাদ রোজি, জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য নারী উদ্যোক্তা আসমাউল হাসান খান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক রুপা মিয়া, দাউদপুর ইউপি মেম্বার রিয়াজ উদ্দিন, আব্দুল মতিন, শাহিদা বেগম, জেলা যুবলীগ নেতা মিটু মহন দেব, তুরুকখলা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি নুরুজ্জামান জিয়া প্রমুখ। এছাড়াও এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা বলেছেন, বন্যার্ত মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো সর্বমহলের নৈতিক দায়িত্ব।

বন্যা শুরু থেকে বানভাসি মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে পাশে আছেন সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সরকারের পাশাপাশি জালালাবাদ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ মহতি উদ্যোগ। তিনি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বঞ্চিত জনগোষ্ঠির সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ