শনিবার, মে ৪, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
৪ নভেম্বর ২০ ২০
৮:৩৯ অপরাহ্ণ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জে মিছিল অনুষ্ঠিত

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি:: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধিত "নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর খসড়া অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জে মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পৌর শহরে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের দাঁড়িপাতন চত্ত্বর থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নূরম্যানশনের সামনে এক পথসভায় মিলিত হয়। 

পথসভায় গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান এনে একটি আইনের সংশোধনের প্রস্তাব পাস হয়েছে মন্ত্রিসভায়। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাই, আমাদের যে অনুরোধ ছিল প্রাণপ্রিয় নেত্রীর কাছে, তিনি তা রেখেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ পরিবার দেশরতœ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’

তিনি আরোও বলেন, ‘ধর্ষক কারো আপন হতে পারে না, এদের কোন সংগঠন থাকতে পারে না। ধর্ষনের শিকার নারীর ছবি শেয়ার না করে ধর্ষকের ছবি শেয়ার করতে হবে’

যুবলীগ নেতা ফখরুল ইসলামের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতার হোসেন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ কামরান হোসেন, সাবেক যুবলীগ নেতা এনায়েত করিম খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-জনশক্তি কর্মসংস্হান সম্পাদক আকবর হোসেন লাবলু, সিলেট জেলা ছাত্রলীগের উপ-অপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক পিনু , বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমদ, পৌর ছাত্রলীগ নেতা সাবের হোসেন নয়ন, মাহফুজুর রহমান নাজির, বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাপু আহমদ। 

উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ , উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ খান, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেন আহমদ খোকা, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকছুছ আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, হেলাল আহমদ কয়েছ, আওয়ামীলীগ নেতা সাহেল আহমদ, তুরন তালুকদার, ফয়ছল আহমদ, মছলু উদ্দিন, যুবলীগ নেতা মুজিব আহমদ, দেলোয়ার হোসেন দুলু, কবির আহমদ, বাদেপাশা যুবলীগ নেতা রুহুল আমিন, ফখর আহমদ, আবুস সালাম, জাকির আহমদ, বায়েস আহমদ, আবুল হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা আজমান আহমদ, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, আরাফাত হক, হাছান আহমদ, রাশেদ আহমদ, সাইফুল হোসেন, তানভীর হোসেন, পারভেজ আহমদ প্রমুখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ