বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
আন্তর্জাতিক ডেস্ক::
১০ মে ২০ ২৫
২:৪৩ অপরাহ্ণ

ভারতের বিশ্বসেরা দেড় বিলিয়ন ডলারের আকাশ প্রতি'রক্ষা ব্যবস্থা ধ্বং'স করলো পাকিস্তান!

‘বুনয়ানুল মারসুস’ অভিযানে ভারতের দেড়শো কোটি ডলারের বিশ্বসেরা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ধ্বংস করলো পাকিস্তান। শনিবার (১০ মে) জিও নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে পাক নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, পাঞ্জাবের আদামপুর শহরে স্থাপিত ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তান। এতে আরো বলা হয়, অপারেশন বুনয়ানুল মারসুসের অংশ হিসেবে জেএফ-১৭ থান্ডার যোগে আদামপুর শহরে অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমানবাহিনী।

শহরে স্থাপিত পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করতে এসময় জেএফ-১৭ থান্ডার থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাক সেনারা, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য দেড় বিলিয়ন বা দেড়শো কোটি ডলার। ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে ২য় বারের মতো কেউ এটি ধ্বংস করতে সক্ষম হলো।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথমবারের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছিলো।

এছাড়া ৬ মে গভীর রাত থেকে পাকিস্তানে শুরু করা হামলায় পৃথিবীর অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধবিমান রাফায়েলও হারিয়েছিলো ভারত। রাতারাতি ৩টি রাফায়েল ১টি সু-৩০ ও ১টি মিগ-২৯ ভূপাতিত করে যুদ্ধবিমান ভূপাতিত করার এক অন্যান্য নজির ও রেকর্ড স্থাপন করেছিলো পাক বিমান সেনারা। একই সাথে তারা সাইবার হামলা করে বিজেপিসহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ