বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
স্টাফ রিপোর্টার::
৩০ জুন ২০ ১৯
৫:৪০ অপরাহ্ণ

সিলেটে হরতালের সমর্থনে ছাত্রদলের জটিকা মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে হরতালের সমর্থনে জটিকা মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়। জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিলটি শহরের কোর্ট পয়েন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও মামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।

সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল করিম জোনাকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক হোসেন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরান আহমেদ ও জুবের আহমেদ, জেলা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক যথাক্রমে ফাহিম রহমান মৌসুম, আব্দুস সামাদ লষ্কর মুমিন, সদরুল ইসলাম লোকমান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, দেলোয়ার হোসেন, ইমরানুল ইসলাম জাসিম, খায়রুল ইসলাম দোয়েল, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল কাদের, দেবাশীষ দাশ গুপ্ত দেব, সাইফুর রহমান, ফয়েজ ইসলাম, ইবনে জাহান তানভীর, রফিক আহমেদ, জহিরুল ইসলাম আলাল, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমেদ মোক্তার, মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা সহ সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, মহানগর সহ সাধারণ সম্পাদক রনি পাল, হোসেন আহমেদ রনি, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, বিশ্বজিৎ দেব শেখর, মহানগর প্রচার সম্পাদক কাওছার আহমেদ চৌধুরী, জেলা সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমেদ সবুজ, জেলা ও মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে তাসনিম রহমান চৌধুরী, আশিকুর রহমান তারেক, ওবায়দুর রহমান আবেদ, সিলেট মহানগর ছাত্রদল নেত্রী সাবিনা ইসলাম, কলি বেগম, রুবাইয়া বেগম জুমা, ২৪ নং ওয়ার্ড ছত্রদলের প্রচার সম্পাদক আমিনা ইসলাম তানিয়া, জুনায়েদ আহমেদ জুনেদ, মোস্তাফিজুর রহমান, ইমরান আহমেদ, রাহাত আলম শোভন, শেখ সালমান, মোহাম্মদ মাহবুব, জুবায়ের আহমেদ, আবুল কালাম প্রমুখ।

ঝাটিকা মিছিল শেষে বক্তারা বলেন,‘আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে।

সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’ সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা আরও বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে এবং অনতিবিলম্বে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ