শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২৫ মে ২০ ২২
১২:৪৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
ত্রাণ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সিলেটবাসী হতাশ
সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণকালে ত্রাণ প্রত্যাশী দুর্গতদের ওপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা সিলেটবাসীকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সিলেটের বন্যা কবলিত এলাকায় জরুরী ত্রাণ বিতরণ ও পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করে এ মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

তিনি বলেন, ভয়াবহ বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্ধি। এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গৃহহীন বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় মানুষগুলো নিরবে কাঁদছে। সিলেট নগরীতে প্রায় ১৫-২০টি ওয়ার্ড বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাটসহ বেশ কয়েকটি উপজেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রানের অভাবে বন্যার্তদের মাঝে খাবার পানি ও বিশুদ্ধ পানির সংকট চরমে। এমন পরিস্থিতিতে বানবাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রবাসী ও সামাজিক সংগঠন। এমন কঠিন পরিস্থিতির মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণকালে ত্রাণ প্রত্যাশী দুর্গতদের উপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা সিলেটবাসীকে হতাশ করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপূর্বক দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি গতকাল সোমবার সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ইমজা সিলেটের সভাপতি সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।

এসময় তিনি সরকারের প্রতি সর্বোচ্চ ত্রাণ সহায়তা প্রদানেরও দাবি জানান।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি উন্নতির পর দুর্গন্ধ ও ময়লা আবর্জনা ভেষে পানিদূষণ বাড়ছে। বন্যার পানির সাথে পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় ডায়রিয়া এবং চর্মরোগে মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনি পানিবাহিত রোগ যাতে সর্বত্র ছড়াতে না পারে সে জন্য সরকারের পাপাশি বেসরকারি মেডিকেল টিম গঠন করে বন্যার্তদের সেবায় এগিয়ে আসারও আহ্বান জানান।

এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বির্ভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্ল্যেখ কওে বলেন, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আমরা দ্রুত সহায়তা টিম গঠন করি এবং তাদের মাধ্যমে আমরা ১টি মনিটরিং টিম গঠন করে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। যে সকল এলাকায় বন্যার্তরা ত্রাণ পাননি আমরা খোঁজে খোঁজে তাদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রেখেছি। এ ত্রাণ সহায়তা প্রদান চলমান রয়েছে।

তিনি জানান, গত সোমবার সিলেট নগরীর ১৪নং ওয়ার্ড, ২৩নং ওয়ার্ড, যতরপুর, তেররতনসহ আশপাশ এলাকায় ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার, গোয়াইনঘাটে ত্রাণ সহায়তা বিতরণ চলছে এবং আজ বুধবার সুনামগঞ্জেও ত্রাণ সহায়তা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষথেকে মেডিকেল টিম গঠন করে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের উদ্যেগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ঢাকা মহানগর সেক্রেটারী আব্দুল আউয়াল, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ফজলুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলার সহকারী সাংগঠনিক সম্পাদক নোমান আল ফাহাদ, সিলেট মহানগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা বদরুল হক সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ