৩:০ ৫ অপরাহ্ণ
জকিগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
কিশোরকন্ঠ পাঠক ফোরাম জকিগঞ্জ উপজেলার উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) জকিগঞ্জ উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শনিবার সকাল থেকেই জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচির নাজির আহমদ আফজল বলেন, জকিগঞ্জ উপজেলায় ইছামতি ডিগ্রী কলেজ ও জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শুধুমাত্র এই কেন্দ্র ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। তিনি জানান ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে কিশোরকন্ঠ পাঠক ফোরাম শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন কর্মসূচি পারন করে আসছে। পরীক্ষা কেন্দ্রের বাহিরে কয়েকজন অভিভাবক অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।