শুক্রবার, মার্চ ২৯, ২০ ২৪
রাহাত হাসান মিশকাত,শাবিপ্রবি::
২১ এপ্রিল ২০ ২২
৭:০ ৬ অপরাহ্ণ

শাবিতে লক্ষ টাকা খরচেও বাতির নিচে অন্ধকার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাস্তার পাশে ল্যাম্পপোস্ট থাকলেও ল্যাম্পপোস্টের অনেক বাতি জ্বলে না। আবার কোথাও খেয়া নৌকায় জ্বলতে থাকা কেরোসিনের ছোট হারিকেনের মতো কোনো কোনো ল্যাম্পপোস্টের বাতি জ্বলতে দেখা গেলেও সেই আলোতে তার নিচের অন্ধকার দূর হচ্ছে না। এতে রাস্তার কিছু কিছু জায়গায় অন্ধকারের সৃষ্টি হচ্ছে; এমতাবস্থায় যেকোনো সময় দূর্ঘটনা হতে পারে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর ক্যাম্পাসের ল্যাম্পপোস্টের ল্যাম্পসহ বৈদ্যুতিক অন্যান্য কাজ বা মেইনটেইন করার জন্য প্রতিবছর ১০ লক্ষ টাকা বরাদ্দ থাকে। প্রতি বছর এতো টাকা বরাদ্দ থাকার পরেও এই ল্যাম্পপোস্টের বাতিগুলো পরিবর্তন বা মেরামতের অভাবে অন্ধকারের সৃষ্টি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রাস্তার দু’পাশে প্রায় ১৩৫টি ল্যাম্পপোস্ট রয়েছে, যার মধ্যে ৪৫টি ল্যাম্পপোস্টের একটি করে বাতি নষ্ট হয়ে গেছে। এছাড়াও ২৫টি ল্যাম্পপোস্টের দুটো বাতিই নষ্ট। চেতনা-৭১ থেকে ক্যাফেটেরিয়ার রাস্তায় এবং শহীদ মিনার যাওয়ার পথে ল্যাবের সামনে কোনো ল্যাম্পপোস্টের বাতি জ্বলে না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের রাস্তায় ৬টি ল্যাম্পপোস্টের কোন বাতি জ্বলে না এবং বঙ্গবন্ধু হলে যাওয়ার পথে ল্যাম্পপোস্ট থাকলেও রয়েছে আলো স্বল্পতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, ‘রাতের অন্ধকারে এই অন্ধকার জায়গাগুলোতে চলাচলে ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এখন সামনে বর্ষাকাল ক্যাম্পাসে সাপের উপদ্রব বাড়বে, অন্ধকারে বিষ-ধর সাপ হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ক্যাম্পাসে দিনে ও রাতে ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে, কর্তৃপক্ষের এসব সমস্যা সমাধানে এগিয়ে আসা দরকার। দ্রুত ল্যাম্পপোস্টের নষ্ট বাতিগুলো ঠিক করে দিলে এবং রাস্তার যেসকল জায়গায় এখনো অন্ধকার সেখানে আলোর ব্যবস্থা করে দিলে আমাদের চলাচলে সুবিধা হবে।

’ ক্যাম্পাসের রাস্তার পাশে ল্যাম্পপোস্টের বাতিগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. নাজিম উদ্দীন বলেন, ‘ল্যাম্পপোস্টের আশেপাশের ডালপালা পরে লাইন ছিড়ে যায় এবং বৃষ্টির পানির কারণে বাতিগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। মাঝে-মাঝে শট সার্কিটের কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ সমস্যা হয়ে থাকে। 'তিনি আরও জানান, 'নষ্ট হয়ে যাওয়া বাতিগুলো দ্রুত ঠিক করে দেয়া হবে।'

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ