৫:৪৭ অপরাহ্ণ

এআইসিএইচই'র বিশ্বমঞ্চে শাবিপ্রবি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তুহেল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২৯তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং শাবিপ্রবির এআইসিএইচই (AIChE) স্টুডেন্ট চ্যাপ্টারের সক্রিয় সদস্য খাইরুল ইসলাম তুহেল Tier01 এআইসিএইচই (AIChE) স্টুডেন্ট অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই অসাধারণ সাফল্যের ফলে তুহেল এআইসিএইচই (AIChE) বার্ষিক স্টুডেন্ট কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা সান দিয়েগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তার যাবতীয় ভ্রমণ খরচ এআইসিএইচই (AIChE) কর্তৃক সম্পূর্ণভাবে বহন করা হবে।
এটি তুহেলের জন্য যেমন একটি নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ, তেমনি শাবিপ্রবি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি প্রথমবারের মতো সিইপি বিভাগের কেউ এ ধরনের আন্তর্জাতিক মঞ্চে এআইসিএইচই (AIChE) স্টুডেন্ট অ্যাম্বাসাডর হিসেবে প্রতিনিধিত্ব করবে।
উল্লেখ্য, শাবিপ্রবি এআইসিএইচই (AIChE) স্টুডেন্ট চ্যাপ্টার ২০২১ সালের জুলাই মাসে এআইসিএইচই (AIChE) এর সদস্যপদ লাভ করে। এই অর্জন শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে এবং আন্তর্জাতিক পরিসরে শাবিপ্রবির সিইপি বিভাগের অবস্থানকে সুদৃঢ় করেছে।
আমরা তুহেলের যাত্রার জন্য শুভকামনা জানাচ্ছি এবং আশা করছি, তিনি সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও নতুন জ্ঞান নিয়ে ফিরবেন, যা শাবিপ্রবির শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।