বুধবার, এপ্রিল ২৪, ২০ ২৪
এম এ গফ্ফার(ইংল্যাণ্ড)
১৯ জুন ২০ ২১
৭:০ ৭ অপরাহ্ণ

৭ নং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিবর্তন করে ,ঠাকুরভোগ ইউনিয়ন পরিষদ নামকরণ চাই

সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ থানার অন্তর্গত ঠাকুরভোগ একটি প্রাচীন ও সুনামধন্য আদর্শ গ্রাম। বিগত পাকিস্তান আমলের প্রায় ৬০/৭০ বছর আগে অনবিজ্ঞ প্রশাসনিক ব্যাবস্থায় এ ইউনিয়নের নামকরণ করা হয়েছিল পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ। বিগত দিনে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি অগনিত ব্যাক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়েছিলেন। কিন্তু অতি দুঃখ ও অনুতাপের বিষয় বিগত দিনে কোনো সচেতন চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান উক্ত ইউনিয়ন পরিষদের সঠিক নামকরণ পরিবর্তনের সুচিন্তা ভাবনা করেন নাই । এ ইউনিয়নের আওতাভুক্ত পশ্চিম বীরগাঁও নামে কোনো গ্রামও নেই । এ ঠাকুরভোগ গ্রামের প্রবীণ খ্যাতি মান ব্যাক্তিত্বশীল ব্যাক্তিদের সহযোগিতায় এবং বিশেষ স্মরণীয় মরহুম প্রবীণ রাস্ট্রবিজ্ঞানী সোনামধন্য রাজনীতিবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার জনপ্রিয় জননন্দিত মাতৃভূমির সবস্তরের জনসমাজের জনসেবক মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর জনস্বার্থে সার্বিক প্রচেষ্টায় ঠাকুরভোগ গ্রামে পল্লী চিকিৎসা কেন্দ্র স্থাপিত হয়েছিল। ঠাকুরভোগ গ্রামটি উক্ত ইউনিয়নের প্রাণকেন্দ্র। এ গ্রামে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্যে জনসেবার সুবিদার্থে ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়েছিল। এ গ্রামে ইউনিয়ন বাসির সুবিদার্থে একটি পোস্ট অফিস রয়েছে, শিক্ষা ব্যাবস্থায় একটি প্রাইমারি স্কুল রয়েছে, একটি জুনিয়ন স্কুল, একটি হাই স্কুল, একটি মাদ্রাসা ও তিনটি মসজিদ রয়েছে। বিরাট আয়তনের এ গ্রাম ইউনিয়ন বাসির সর্বস্তরের মানুষের যোগাযোগ ব্যাবস্থা সহজলভ্য। তাই সুনামগঞ্জ জেলা প্রশাসক উচ্চপদস্থ কতৃপক্ষের বরাবরে এবং আমাদের দক্ষিণ সুনামগঞ্জের জনপ্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আমাদের বাটি এলাকার সর্বস্তরের জনসেবক জনাব আলহাজ্ব আব্দুল মান্নান সাহেবের একান্ত সহযোগিতায় উক্ত ইউনিয়নের প্রাচীন নাম পরিবর্তন করে , ইউনিয়নের প্রাণকেন্দ্রে ঠাকুরভোগ ইউনিয়ন পরিষদ নামকরণের দাবি ইউনিয়ন বাসির সর্বস্তরের মানুষের। শেষান্তে দেশপ্রেমিক বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রগিশীল বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে ক্রমবিকাশে বিশ্বের মানচিত্রে একটি সমৃদ্ধশালী সুনামধন্য আধুনিক রাষ্ট্রে পরিণত হোক।

এ কামনার্থে ইউনিয়ন বাসির পক্ষ হতে

এম এ গফ্ফার(ইংল্যাণ্ড)

মোহাম্মদ জসিম উদ্দিন (টাইলা )

মোহাম্মদ গুলজার আহমদ(ঠাকুরভোগ)

মোহাম্মদ নোমান হাসান খাঁন (ঠাকুরভোগ)

মোহাম্মদ বাছির (ঠাকুরভোগ)

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ