শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
বিশ্বনাথ প্রতিনিধি::
৯ নভেম্বর ২০ ২২
১:৪৭ পূর্বাহ্ণ

সিলেটের মোগলাবাজারে প্রাইভেট কারসহ ৩ ছিনতাইকারি আটক

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে প্রাইভেট কারসহ কুখ্যাত ৩ছিনতাইকারিকে আটক করা হয়েছে। আটকের পর ছিনতাই হওয়া মোবাইল, ল্যাপটপ, মডেম ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহিত প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ-১৭-০৩২৩)।

আটককৃত ছিনতাইকারিরা হচ্ছে, শাহপরান থানার খাদিমপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নান মজুমদারের পত্র মোঃ লাবুল হোসেন (লাভলু) (৩৬), (বর্তমান ঠিকানা-ইসলামপুর, আলুরতল বাঘমারা), ইসলামপুর (কলোনী হাই স্কুলের পিছনে সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন) গ্রামের আব্দুল মতিন তালুকদারের পুত্র জুয়েল আহমদ রাহুল (২৬), (বর্তমানে শিবগঞ্জ (বাসা নং- নবারুন-১২১ সোনার পাড়া), সুনামগঞ্জের তাহিরপুর থানার শিমুল বাগান আদর্শগ্রামের সাইদুল ইসলামের পুত্র রিয়াজ আহমদ ইমন(১৯), (বর্তমানে পীরেরচক, ইসলাম মিয়ার কলোনী)।

গত ২৭ অক্টোবর রাতে শাহ পরান থানা এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। জানাগেছে, গত (২২সেপ্টেম্বর) সন্ধার পর জকিগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ কর্মস্থল থেকে প্রাইভেট কারযোগে সিলেট শহরে আসছিলেন। এসম ৩ছিনতাইকারি যাত্রীবেশে কারে ছিলেন। মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় পৌছা মাত্র জুবায়ের আহমদকে অস্ত্ররে ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা মোবাইল, ল্যাপটপ, মডেম ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তিনি মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন, (মামলা নং-১৭/২২ইং)। মামলা দায়েরের পর পুলিশের এএসআই আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম অভিযানে নামে এবং ওইদিন রাতেই শাহপরান থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ৩ছিনতাইকারি আটকের সত্যতা স্বীকার করে শাহপরান থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, আসামিদের গ্রেফতার পূর্বক তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃত ছিনতাইকারিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ